11দৈনিক বার্তা: বারডেমের ডাক্তার লাঞ্ছনাকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে মন্ত্রণালয় থেকে পুলিশের সব সহযোগিতা বন্ধের হুমকি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তিনি জনগণকে জিম্মি করে ডাক্তারদের আন্দোলনকে অন্যায় বলে অ্যাখ্যায়িত করেছেন।

বুধবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটি কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি ডাক্তারদের ধর্মঘট প্রসঙ্গে বলেন, ‘আপনারা এভাবে জনগণকে শাস্তি দিতে পারেন না। আপনারা মানুষকে জিম্মি করে কোনো কর্মসূচি পালন করতে পারেন না। এটা অন্যায়। আপনারা হাসপাতালে ফিরে যান।’

খালেদা জিয়ার উদ্দেশে তিনি আরো বলেন, ‘৫ বছর সময় দিলাম, দল গোছান। আর ওই সমস্ত লোকদের দল থেকে বাদ দেন যারা আন্দোলনের সময় আপনার পাশে থাকে না। আর এদের সঙ্গে জামায়াতকেও বাদ দেন।’

বিএনপি ইতিহাস বিকৃতি করছে, মন্তব্য করে তিনি বলেন, ‘মৃত প্রায়, হতাশ কর্মীদের মনোবল বাড়ানোর জন্য অপপ্রচারের প্রেসক্রিপশন পাঠানো হচ্ছে লন্ডন থেকে। এ টোটকা চিকিৎসায় কাজ হবে না।’

নাসিম আরো বলেন, খলনায়কদের বারবার নায়ক বানানোর অপচেষ্টা করা হচ্ছে। আর এইভাবে ইতিহাস বিকৃতি করা হচ্ছে। বিএনপিকে হুঁশিয়ার করে তিনি আরো বলেন, আওয়ামী লীগের কোনো প্রস্তুতির প্রয়োজন নেই।

সংগঠনের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট তারানা হালিমের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে সংসদ সদস্য তাজু্ল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ উপস্থিত ছিলেন ।