1দৈনিক বার্তা:চাঁদে ভেঙে পড়ল নাসার মহাকাশযান৷ পৃথিবীর চারপাশের আবহাওয়া এবং পরিবেশের অবস্থা অনুসন্ধানের জন্য ২০১৩ সালের সেপ্টেম্বরের চাঁদে পাড়ি দিয়েছিল এই অনামি মহাকাশযানটি৷ছোট কক্ষপথে ঘুরে এটি চারপাশের পরিবেশে ধূলিকণা ও কুয়াশা বিশ্লেষণ ও গবেষণা করে  যা পেয়েছে তার রিপোর্ট পৃথিবীতে পাঠিয়েছে৷নাসার পক্ষ থেকে জানানো হয়েছে গত মাসেই এই মহাকাশযানটিকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে তার কাজ শেষ হয়েছিল৷ তবে প্রয়োজনীয় জ্বালানির অভাব থাকায় চাঁদের কক্ষপথ ছাড়ার আগেই এভাবে নষ্ট হয়ে যায়৷গবেষকরা জানিয়েছেন,এই যানটি ফেরার সময় ঘন্টায় ৩৬০০ মাইল বেগে ছুটে যাচ্ছিল৷২৮ কোটি মার্কিন ডলারের  এই মহাকাশটানটি চাঁদের যেদিকটা অন্ধকার সেদিকে ভেঙে পড়ে৷