enuদৈনিক বার্তা: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, “বিএনপির আমলে দেশ অন্ধকারে ছিল, আর আওয়ামী লীগ সরকারের অধীনে থেকে দেশ এখন আলোর বন্যায় ভাসছে।”

তিনি বলেন, সরকার যেমন যুদ্ধাপরাধীদের বিচার করছে, তেমনি সব দিক থেকেই দেশের উন্নয়ন করছে, উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ।

শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া পৌর অডিটরিয়ামে বাংলাদেশ গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে ‘শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রা’ শিরোনামে এক গণসংলাপে অংশ নেওয়া জনসাধারণের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

ইনু বলেন, “মুক্তিযুদ্ধের সময় যেমন পাকিস্তানিদের বর্জন করেছিল সাধারণ মানুষ, ঠিক সেভাবেই এখন দেশের মানুষের কাছে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী-সাম্প্রদায়িক শক্তিকে বর্জন করার জন্য আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, বর্তমান মহাজোট সরকার জনগণের সামনে থাকতে চায়। তাই এই গণসংলাপের আয়োজন করা হয়েছে।

এছাড়া এ সময় কুষ্টিয়ার বেহাল সড়কের উন্নয়ন, দ্রুত গ্যাস লাইন দেওয়া ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস দেন তথ্যমন্ত্রী।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদসহ আরো অনেকে।