6দৈনিক বার্তা: রূপোলি পর্দা ছেড়ে অফলাইনে এবার রজনী ম্যাজিক৷ ঠিকই পড়ছেন অফলাইন৷ অনলাইনে নয়৷তাঁর কাছে কোনও কিছুই অস্বাভাবিক নয়৷ তাঁর সিনেমা দেখতে দেখতে আপনা আপনি মুখ হাঁ হয়ে যায়৷ কলেজের ক্যান্টিন থেকে ফেসবুক সর্বত্র নিজের মহিমায় বিরাজ করছেন৷ তিনি থালাইভা-রজনীকান্ত৷ তাঁর আশ্চর্যের ঝুলিতে এবার অভাবনীয় এক নিদর্শন৷ ইন্টারনেট ছাড়াই নিজের ওয়েবসাইট চালাচ্ছেন এই সুপারস্টার৷ রজনীচিত ব্যবস্থা তাঁর সাইটেও৷ ইন্টারনেট কানেকশন থাকলে আপনি খুলতেই পারবেন না এই ওয়েবসাইটটি৷ তখনই বলা হবে, আইয়ো, এটি অপ্রত্যাশিত৷ আগে ইন্টারনেট কানেকশন বন্ধ করুন৷একটি বলিউড সাইটের মাইক্রোসাইট রজনীকান্তের এই ওয়েবসাইটটি৷যার ডেভেলপার ‘ওয়েবচাটনি’ নামে একটি সংস্থা৷ ‘লার্জার দ্যান লাইফ পার্সোনালিটি’ রজনীকান্তের ওয়েবসাইটে নতুনত্ব থাকবেন তা কখনও হয়? এই ভাবনা থেকেই এমন সিদ্ধান্ত৷‘এইচ টি ইন্টারনেট-’র ব্যবসায়িক প্রধান অমিত গর্গ বলেন, ‘সিনেমাপ্রেমীদের নতুন কিছু উপহার দিতে চেয়েছিলাম৷এমন কিছু যা কেউ ভাবতেই পারেন না৷একমাত্র রজনীর ওয়েবসাইটেই তা থাকবে৷’ ইতিমধ্যেই ১০ হাজার ভিসিটর পেয়ে গিয়েছে এই ওয়েবসাইটটি৷ফেসবুক-ট্যুইটারেও এবিষয়ে শুরু হয়ে গিয়েছে অল্প অল্প কথা৷ সাইটের হোম পেজেই রিভলভার হাতে দেখা মিলবে সুপারস্টারের অ্যানিমেশান৷