1দৈনিক বার্তা: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতির মুখে রোববার রাত থেকে পাঁচ জন রোগীর মৃত্যু হয়েছে। এতে চরম দুর্ভাগে পড়েছেন শত শত রোগী। এই কর্মবিরতিতে রোববার রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ১০, ২৪ ও ২৬ নম্বর ওয়ার্ডে চার জন রোগী মারা যান। এছাড়া গতকাল বিকেল ৪টার দিকে শহিদুল ইসলাম (৩৫) নামে এক রোগী হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে মারা যান। রোগীর স্বজনদের অভিযোগ, শ্বাসকষ্ট ও বুকের ব্যাথা অনুভব করলে শহিদুল ইসলামকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে হৃদরোগ বিভাগ ২৬ নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেন।
জরুরি অক্সিজেনের প্রয়োজন দেখা দিলে রোগীর লোকজন অক্সিজেনের জন্য চিকিৎসককে না পেয়ে ওয়ার্ডে কর্তব্যরত সেবিকাদের বলেন। কিন্তু ১০ মিনিট পার হয়ে গেলেও রোগীকে অক্সিজেন দেয়া হয়নি। প্রায় ১৩ মিনিট ওই অবস্থায় থেকে শহিদুল ইসলাম মারা যান। রোগীর স্বজনরা অভিযোগ করেন, সময় মতো অক্সিজেন ও চিকিৎসা  পেলে শহিদুল ইসলাম বেঁচে যেতেন। হাসপাতাল বক্স পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মানবজমিনকে জানান,  রোববার রাত রাত থেকে সকাল ৮টা পর্যন্ত চার জন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া বিকালে আরও একজন রোগী মারা যান। তবে ওই রোগী অক্সিজেনের অভাবে না অন্য কোন কারণে মারা গেছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেননা ২৬ নম্বর ওয়ার্ডে পর্যাপ্ত অক্সিজেনের সরবারহ আছে।