2সাদি/দৈনিক বার্তা : আসামী ধরতে গিয়ে পুলিশ ও ডাকাত দলের সাথে গুলি বিনিময়ের চৌহালী থানার এক পুলিশের কনষ্টেবল সহ ২ জন আহত হয়েছে। আহতদের প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা হলো পুলিশ কনষ্টেবল আব্দুর রশিদ (৩২) ও চৌহালী উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়নের শামসুল হকের ছেলে আব্দুস শহিদ (৩৫)। সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হক জানান, বুধবার রাতে তাড়াশ থানার এসআই শামসুল হক, কনষ্টেবল আব্দুর রশিদকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় একটি হত্যা মামলার আসামী ধরতে যান। এ সময় অপর মোটর সাইকেলে আব্দুস শহিদ মামলার বাদিকে নিয়ে তাদের সাথে ছিলেন। অভিযান শেষে রাত আনুমানিক ১টার দিকে মটরসাইকেল ২টি দেলদুয়ার উপজেলার বুড়বুড়িয়া মহাসড়ক এলাকায় পৌছলে ৮/১০জনের একটি ডাকাত দল আকস্মিক তাদের উপর গুলি চালায়। এ সময় এসআই শামসুল হকও তার পিস্তল দিয়ে পাল্টা ৫ রাউন্ড পাল্টা গুলি চালান। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে পালিয়ে যায়। ডাকাতদের ছোড়া গুলিতে কনষ্টেবল আব্দুর রশিদ ও তাকে বহনকারী ভাড়ায় চালিত মটরসাইকেলের চালক শহিদ পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এদের উদ্ধারের পর প্রথমে টাঙ্গাইল ও পরে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।