1দৈনিক বার্তা: জাতিসংঘের ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আগামী তিন বছরের জন্য সদস্যপদ বহাল থাকবে বাংলাদেশের।

গতকাল বুধবার জাতিসংঘ সদর দফতরে এ ব্যাপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতে বাংলাদেশকে তিন বছরের (২০১৫-২০১৭) জন্য নির্বাচিত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে।

বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন দাবি করেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর এই বিপুল সমর্থন বাংলাদেশে বর্তমান শেখ হাসিনা সরকারের শিশু ও নারীদের উন্নয়নের স্বীকৃতি।

তিনি জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে এই স্বীকৃতির জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের প্রায় ৪০টির বেশি কমিটিতে সক্রিয় রয়েছে।