milibag poka pic 26.04.14দৈনিক বার্তা: ঝিনাইদহের কোটচাঁদপুরে এবার জায়ান্ট মিলিবাগ পোকার দেখা মিলেছে। তবে আসলেই সেটি মিলিবাগ পোকা কিনা তা কৃষি অফিস ছুটিতে বন্ধ থাকায় নিশ্চিত করা যায়নি। শুক্রবার সকালে পৌর এলাকার সলেমানপুর গ্রামে দেবু দাসের বাড়ির একটি কচা গাছের ডালে এ পোকা দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীদের জানায়, এটাকে তারা নালিসা পিপড়ার ডিম হিসাবে চেনে। তবে এর অন্য কোন নাম আছে কিনা তা তাদের জানা নেই। সাধারনত এ পোকা ডিম লেবু , আম ও কাঁঠাল গাছের ডালে দেখা যায় । কিন্তু এ ডিম দেখা গেছে কচা গাছের ডালে। তারা এ জায়ান্ট মিলিবাগ পোকার কথা সম্প্রতি পত্রিকায় দেখে ও কুফল জানতে পেরে তা দ্রুত কেটে মাটিতে পুতে ফেলেছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসারের সাথে কথা হলে তিনি  ছুটিতে থাকায় এবং অফিসে আসার পর তা দেখে বিষয়টি নিশ্চিত করবেন বলে জানান। উপজেলা নিবার্হী অফিসার দেবপ্রসাদ পাল বলেন কৃষি অফিসার এসে বিষয়টি দেখে ব্যাবস্থা গ্রহন করবেন।