Jhenidah-Afsar-Uddin(1)টিপু সুলতান/দৈনিক বার্তা: ঝিনাইদহ জেলার বিশিষ্ট শিক্ষানুরাগী বাংলা সাহিত্যের প্রান পুরুষ অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদের ৭ম মৃত্যু বার্ষিকী শনিবার বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়। এ উপলক্ষ্যে মরহুমের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে মিলাদ ও দেয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া ও সদর উপজেলার কালুহাটী গ্রামে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ক্ষনজন্মা পুরুষ অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদ ঝিনাইদহ সদর উপজেলার এ এন্ড জে রামনগর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল এবং মহেশপুর ডিগ্রী কলেজ, মাদারীপুর চরমুগুরিয়া ডিগ্রী কলেজের ভুতপুর্ব ও ঢাকার শহীদ জিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছিলেন। ২০০৭ সালের ২৬ এপ্রিল ঢাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন।