1দৈনিক বার্তা:যশোরের বেনাপোলের মুশিডাঙ্গা বারোপোতা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। নিহতরা হলেন- বেনাপোল পৌর মেয়র গ্রুপের উত্তর বারোপোতা গ্রামের আব্দুল মাজেদের ছেলে লালন (২৫) ও আওয়ামী লীগের এমপি শেখ আফিল উদ্দিন গ্রুপের শিবনাথপুর গ্রামের আনিস উদ্দিনের ছেলে ইমানুর রহমান (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে শনিবার সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন গ্রুপের বোমা হামলায় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন গ্রুপের ইমানুর রহমান নিহত হন। এঘটনার পর পাল্টা হামলায় মেয়র লিটন গ্রুপের সদস্য লালনকে গুলি করে হত্যা করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দুই জন নিহত হয়েছেন।