1দৈনিক বার্তা : দু-দু’ গোলে পিছিয়ে থেকেও লা লিগায় ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা ৷ এই জয়ের পিছনে অবশ্য অবদান রয়েছে ভিয়ারিয়ালের খেলোয়াড়দের ৷ দু’ গোলে পিছিয়ে থাকা অবস্থায়, ভিয়ারিয়ালের গ্যাব্রিয়েল ও মাতেও মুসাচিলোর আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে বার্সেলোনা ৷ তারপর মেসি ম্যাজিকে ম্যাচ জিতে নেয় বার্সা ৷ জয়সূচক গোলটি এসেছে লিও মেসির পা থেকেই ৷ লা লিগার দৌড়ে এখনও টিকে রয়েছেন মেসিরা ৷ অ্যাটেলটিকো মাদ্রিদের পরেই বার্সেলোনা ৷ যদিও অ্যাটেলিটকো মাদ্রিদ ১-০ ভ্যালেনসিয়াকে হারিয়ে বার্সার থেকে চার পয়েন্টে এগিয়ে ৷

রবিবার গভীর রাতে অবিশ্বাস্য ভাবে জিতল বার্সা ৷ বিরতির ঠিক আগে কানির গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল ৷ বার্সার ডিফেন্স তখন তছনছ ৷ বিরতির পর বার্সাকে ফের চমকে দেন মানু ৷ দুরন্ত হেডে ব্যবধান বাড়ান ভিয়ারিয়ালের খেলোয়াড়টি ৷ খেলার বয়স তখন ৫৪ মিনিট ৷ এর ঠিক এগারো মিনিট পর গ্যাব্রিয়েল পাউলিস্তার আত্মঘাতী গোলে ব্যবধান কমায় বার্সা ৷ ড্যানি অ্যালভেজ শট নেন বক্সের ভিতর থেকে ৷ তাঁর শট গ্যাব্রিয়েলের পায়ে লেগে গোল হয়ে যায় ৷ ৭৭ মিনিটে সমতা ফেরায় বার্সা ৷ এবারও অ্যালভেজ ৷ তাঁর সেন্টার থেকে হেডে গোল করেন ভিয়ারিয়ালের মাতেও ৷ এরপর মেসি৷ বুস্কেটস থেকে ফ্যাব্রেগাস হয়ে মেসির কাছে পৌঁছলে ডান পায়ের শটে মেসি ৩-২ করেন ৷ ৩৫ ম্যাচ থেকে বার্সার পয়েন্ট ৮৪ ৷

অ্যাটলেটিকো মাদ্রিদ আবার ভ্যালেনসিয়াকে ১-০ হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ৷ অ্যাটলেটিকোর হয়ে গোল করেন রাউল গার্সিয়া ৷ অ্যাটেলটিকো সমসংখ্যক ম্যাচ খেলে বার্সার থেকে চার পয়েন্টে এগিয়ে ৷ শেষ ম্যাচে অ্যাটলেটিকোর সামনে বার্সা ৷ তার আগে অবশ্য পয়েন্ট খোয়াতে হবে অ্যাটলেটিকোকে ৷