1দৈনিক বার্তা : জাপানী গাড়ি নির্মাতা কোম্পানী নিসান এক এমন গাড়ি বানিয়েছে যে নিজেই নিজেকে পরিস্কার করতে পারে৷ এর মানে এটাই আপনি যতই লম্বা যাত্রা করে ফিরুন না আপনার গাড়ি পরিস্কার নিয়ে আর চিন্তায় পড়তে হবে না৷ নিসান এতদিন অনেক লিকোছাপা করলেও শেষমেশ অবডালের পর্দা সড়িয়েই দিল৷ এই গাড়ি নিজেকে পরিস্কার রাখার পাশাপাশি ‘ন্যানো-পেন্ট টেকনোলজি’র সাহায্য ধুলো, মাটি ও নোংড়া পরিস্কার করতে সক্ষম৷ কোম্পানীর এক প্রবক্তা জানিয়েছেন, ভারতে নিসানের এই গাড়ি ন্যানো পেন্ট টেকনোলজি ব্যবহারকারী প্রথম গাড়ি৷ এছাড়াও খবর রয়েছে ‘সুপার-হাইড্রোফোবিক’ ও ‘ওলিওফোবিক’ পেন্ট ব্যবহার করে এই গাড়ি জল ও তেলের নোংড়াও পরিস্কার করতে পারে৷ যদি আপনি এই নতুন টেকনোলজি ‘আল্ট্রা ইভার ড্রাই’ ব্যবহার করতে চান তবে এর জন্য আপনাকে অতিরিক্ত ৪৫,০০০ টাকা অতিরিক্ত দিতে হবে৷