1দৈনিক বার্তা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় দন্ডিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ এম রাশেদ চৌধুরীর চাঁদপুরের হাজীগঞ্জে অবস্থিত গ্রামের বাড়ির পৈত্রিক সম্পত্তি জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশে সোমবার সকালে স্থানীয় প্রশাসন জব্দকৃত সম্পত্তিতে সাইনবোর্ড ও পতাকা টাঙিয়ে দেয়।পৈত্রিক মোট ৯ একর ২৫ শতাংশ জমির মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাশেদ চৌধুরীর প্রাপ্ত এক একর ১৫ শতাংশ জমি জব্দ করা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বঙ্গবন্ধু হত্যায় দন্ডিত সেনা কর্মকর্তা এ এম রাশেদ চৌধুরীর সম্পত্তি জব্দের নির্দেশ পাওয়ার পর স্থানীয় প্রশাসন প্রথমদিকে রাশেদ চৌধুরীর পরিবারের সম্পদ সনাক্ত করে। এরপর সোমবার সকালে স্থানীয় প্রশাসন রাশেদ চৌধুরীর বাড়িতে গিয়ে তার প্রাপ্ত সম্পত্তিতে লাল পতাকা ও সাইন বোর্ড টাঙিয়ে দেয়।রাশেদ চৌধুরীর পিতার নাম শিহাব উদ্দিন চৌধুরী। শিহাব উদ্দিন চৌধুরীর সম্পত্তির ওয়ারিশ হলেন রাশেদ চৌধুরীসহ আট ভাই ও এক বোন।টাস্কফোর্সের নির্দেশে সম্পত্তির বণ্টননামার ভিত্তিতে রাশেদ চৌধুরী প্রাপ্য জমি পৃথক করে তা ক্রোক ও বাজেয়াপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সনাক্তকৃত রাশেদ চৌধুরীর সম্পত্তিতে লাল পতাকা টাঙানোর কথা জানালেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা ও সহকারী পুলিশ সুপার মো. হানিফ।