2দৈনিক বার্তা :ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে রেখেছে ঢাকা থেকে রাজশাহী গামী পদ্মা এক্সেপ্রেস ট্রেনের যাত্রীরা। সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে তারা মহাসড়ক অবরোধ করে। এ কারণে রাস্তার উভয়পাশে শতশত যানবাহন আটকা পড়ে যায়। যানজট তৈরি হয় প্রায় ৩৫ কিলোমিটার সড়ক জুড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু সেতুর ওপর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে সব ধরণের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ কারণে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সেপ্রেস ট্রেনটি ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন যাত্রীদের নামিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে যাত্রীরা।