1একজনকে মুক্তি দিয়েছে।

আটক অপর পর্যবেক্ষকদের তাদের মুক্তি দেয়ার ব্যপারে আলোচনা চলছে।

আলোচনার জন্য রাশিয়া ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা (ওএসসিই) সংস্থার একটি বড় দলকে ইউক্রেনে পাঠাতে সম্মত হয়েছে।

এদিকে, রুশ-পন্থী বিচ্ছিন্নতাবাদীরা ডোনেটস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়েছে।

মুক্তিপ্রাপ্ত সুইডেনের নাগরিক ডায়াবেটিস রোগী হওয়ায় তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা।

রোববার স্লোভিয়ানস্কে গণমাধ্যমের সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয় জার্মানি, ডেনমার্ক, পোল্যান্ড, সুইডেন এবং চেক রিপাবলিকের আটককৃত সামরিক পর্যবেক্ষকদেরকে।

আটক পর্যবেক্ষকদের কোনও ক্ষতি করা হয়নি বলে দাবী করে বিচ্ছিন্নতাবাদীরা।

ডোনেটস্কের স্বঘোষিত মেয়র ভাইস্লাভ পোনোমারেভ বলেছেন যে, এই পর্যবেক্ষকেরা কেবল ভুল বোঝাবুঝির শিকার হয়ে এখানে এসেছেন।

আর সেকারণে তাদের কোন ক্ষতি করা হয়নি।

তবে, শুক্রবারে ইউরোপীয় পর্যবেক্ষকদের সঙ্গে আটক অপর পাঁচজন ইউক্রেনের পর্যবেক্ষকের মুক্তির ব্যপারে কিছু জানা যায়নি।

ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওএসসিই) শান্তি চুক্তি বাস্তবায়নের চেষ্টায়, ওই সামরিক পর্যবেক্ষকেরা ইউক্রেন সরকারের আমন্ত্রণেই সেখানে গিয়েছিলেন।

শুক্রবার মুখোশ পরা রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা আটজন ইউরোপীয় পর্যবেক্ষককে জিম্মি করে দখলকৃত ভবনগুলোতে আটকে রাখে।

রোববার রুশ-পন্থী বিচ্ছিন্নতাবাদীরা ডোনেটস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়েছে।

আটক সামরিক পর্যবেক্ষকদের মুক্তির জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সেই সঙ্গে দেশটি অভিযোগ করছে ইউক্রেন সংকট নিরসনে রাশিয়া গত সপ্তাহে জেনেভায় যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনটিই বাস্তবায়ন করেনি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।