1দৈনিক বার্তা : মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়ায় খন্দকার মালঞ্চি এলাকা থেকে জনতা সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন রায়হান মাহবুব আলমসহ চার প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, খন্দকার মালঞ্চি গ্রামের আফতাব উদ্দিনের সঙ্গে রাজশাহীর দূর্গাপুর থানার হেলাল উদ্দিনের ছেলে সায়নাল ইসলামের টাকা-পয়সার লেন-দেন নিয়ে বিরোধ ছিল। মঙ্গলবার সকালে বগুড়ার মালতিনগর এলাকার নুর ইসলামের ছেলে রায়হান মাহবুব আলম ও তার তিন সহযোগী আফতাব উদ্দিনের বাড়িতে এসে মাহবুব আলম নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে সায়নাল ইসলামের টাকা পরিশোধ না করায় তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়। প্রতারকদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আফতাব উদ্দিন বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার আজিজুল হাকিমকে জানান। ইউপি মেম্বার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে রায়হান মাহবুব আলমের ভুয়া পরিচয় ফাঁস হয়ে পড়ে। আটক অপর তিন হলো রাজশাহীর শিবপুর এলাকার আবদুল আজিজের ছেলে উজ্জ্বল, চারঘাট থানার হলদিগাছা গ্রামের ইনসার আলীর ছেলে রুবেল ও সায়নাল ইসলাম।