1মোস্তাফিজুর রহমান টিটু//দৈনিক বার্তা :  মিটার কারসাজি করে বিদ্যুৎ চুরির  অভিযোগে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত গাজীপুর মহানগরীর ১২ গ্রাহকের বিরুদ্ধে ১২টি মামলা এবং ১১লাখ ৩৫হাজার ৪৮২টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুরের জেলা নির্বাহী  ম্যাজিস্ট্রেট আরেফিন রেজোয়ান ছাড়াও গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল ) মো.  খালেদুল ইসলাম নেতৃত্ব দেন।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল ) মো. খালেদুল ইসলাম জানান, মিটার কারসাজি করে বিদ্যুৎ চুরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ ইউনিটের জন্য গাজীপুর মহনগরীর উত্তর খাইলকুর এলাকার রায়হান চৌধুরীকে ২লাখ ৯৩হাজার ৭২টাকা, সাইফুল ইসলামকে ২৩হাজার ৯০৬টাকা, মো. বাতেন ২৩হাজার ৯০৬টাকা, দৌলত খানকে ৮৮হাজার ২৭২টাকা, বিল্লাল  হোসেনকে  ১লাখ ৫২হাজার ৬৩৮টাকা, জামাল  হোসেনকে ১লাখ ১১হাজার ৬৭৮টাকা, আবুল  হোসেনকে ৪৭হাজার ৩১২টাকা টাকা, কুনিয়া এলাকার মো. আব্দুস সোবাহানকে ৭০হাজার, ৭১৮টাকা, মোহাম্মদ  আলীকে ১লাখ ১১হাজার ৬৭৮টাকা ও নুরুল ইসলামকে ১লাখ ১১হাজার ৬৭৮টাকা  এবং গাছা এলাকায় মো. জুয়েল রানাকে ৪৭হাজার ৩১২টাকা, ও রনিকে ৪৭হাজার ৩১২টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ভ্র্যাম্যমান আদালত ১২জনের প্রত্যেককে ৫শ’ টাকা করে জরিমানা  করেছে।