নারায়নগঞ্জের কাউন্সিলর অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন  :গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের নিরাপত্তায় গানম্যান প্রদানের দাবি 

নারায়নগঞ্জের কাউন্সিলর অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নারায়নগঞ্জের কাউন্সিলর অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৈনিক বার্তা –মোসত্মাফিজুর রহমান টিটু , গাজীপুর, ৩০ এপ্রিল : গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) কাউন্সিলরা নিজেদের নিরাপত্তার জন্য গানম্যানের জন্য দাবী জানিয়েছেন৷ নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর নজরম্নল ইসলামের অপহরণের প্রতিবাদে বুধবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবী জানান৷

গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের উদ্যোগে নগর ভবনের হল রম্নমে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জিসিসি’র কাউন্সিলর হাসান আজমল ভূইয়া৷ এতে বক্তব্য রাখেন, কাউন্সিলর মো. মাহবুবুর রশিদ খান শিপু, তানভীর আহম্মেদ, আজহারম্নল ইসলাম মোলস্না, সুলতান উদ্দিন আহমেদ, মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, এস এম ফারম্নক আহমেদ, আজহারম্নল ইসলাম মোলস্না, সবদের হাসান, শওকত আলম, আঞ্জুমানারা, জিলস্নুর রহমান, সামসুন্নাহার, সফি উদ্দিন প্রমূখ৷ 

সংবাদ সম্মেলনে বক্তারা অপহৃত নারয়নগঞ্জ সিটি কাউন্সিলর নজরম্নল ইসলামকে দ্রম্নত উদ্ধার ও জড়িতদের দ্রম্নত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন৷ তারা সকল সিটি কর্পোরেশনের কাউন্সিলদের গানম্যান অথবা সহজ শর্তে পিসত্মল/রিভলভারের লাইসেন্স প্রদান ও নিরাপত্তা দেয়ার দাবিও জানান৷ 

তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে কাউন্সিলর নজরম্নল ইসলামকে উদ্ধার ও সকল সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছেন৷