image_35626দৈনিক বার্তা : নয়াদিল্লী, ৩০ এপ্রিল ২০১৪: ভারতের লোকসভা নির্বাচনে বুধবার সপ্তম দফায় ভোট চলছে। অন্য যে কোন পর্বের চেয়ে আজকের ভোটগ্রহণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বিজেপি’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি, বিজেপি’র প্রেসিডেন্ট রাজনাথ সিং, রাজ্যসভার বিরোধী নেতা অরুণ জেটলি, বিজেপি’র সিনিয়র নেতা লাল কৃষ্ণ আদভানি, বিহারের মূখ্যমন্ত্রী নীতিশ কুমারসহ মহাতারকাদের ভাগ্য পরীক্ষা।

লোকসভা নির্বাচনে সপ্তম পর্যায়ে আজ সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত দুটি অঞ্চলের ৮৯টি আসনে ভোটগ্রহণ চলছে। এছাড়া একইসঙ্গে অন্ধ্রপ্রদেশের বিধানসভার ১১৯ আসনেও ভোটগ্রহণ চলছে।  ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটায়। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। তবে বিহার ও অন্ধ্রপ্রদেশের কিছু এলাকায় ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। অন্দ্র্রপ্রদেশের কিছু এলাকায় ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আজ যেসব আসনে ভোটগ্রহণ চলছে তার মধ্যে গুজরাটে ২৬, তেলেঙ্গানায় ১৭, উত্তরপ্রদেশে ১৪, পাঞ্জাবের ১৩টি আসন, পশ্চিমবাংলায় ৯, বিহারে ৭, জম্মু ও কাশ্মীর এবং কেন্দ্রশাসিত দাদরা ও নগর এবং দামান ও দিউতে একটি কওে আসন।