23 দৈনিক বার্তা : নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুই দফা জানাজা শেষে বেলা পৌনে ১২টার দিকে স্থানীয় পশ্চিমপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বেলা পৌনে ১১ টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় মহাসড়কে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান স্থানীয় মসজিদের ইমাম আব্দুল আউয়াল।

এসময় নিহত ব্যক্তিদের স্বজনদের পাশাপাশি অনেককেই কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে। আর এতে করে সৃষ্টি হয় অনেকটা আবেগঘন পরিবেশের।

জানাজায় অংশ নেওয়া লোকদের দাবি যত দ্রুত সম্ভব এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা হোক।

জানাজায় সর্বস্তরের জনসাধারণের সাথে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হয় নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম, এডভোকেট চন্দন সরকার, তাজুল ইসলাম, লিটন, মনিরুজ্জামান স্বপন, চন্দন সরকারের ড্রাইভার ইব্রাহিম।

অপহরণের চতুর্থ দিনের মাথায় শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।