2দৈনিক বার্তা :হাতের মোবাইলের রিংটোন বাজবে এবার বুকে৷ শুনতে তাজ্জব মনে হলেও, প্রযুক্তি হাত ধরে এটাই হতে চলেছে৷ এমনই এক ধরনের টি-শার্ট আসছে প্রযুক্তির বাজারে৷
অক্লান্ত গবেষণার পর এই তাজ্জব করা টি-শার্ট তৈরি করা হয়েছে৷ শুধু টি-শার্টই নয়, এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে তৈরি করা হচ্ছে নতুন ধরনের মোবাইল ফোন৷ কীভাবে হবে এই স্বপ্নপূরণ৷ গবেষকরা জানাচ্ছেন, খুব পাতলা ধরনের একটি মোবাইল সেট প্রস্তুত করা হচ্ছে৷ যা থাকবে টি-শার্টের সঙ্গে লাগানো৷ বিষয়টা আরও তাজ্জব করার মতো৷ টি-শার্টের ফেব্রিকেশন এমনভাবে করা হচ্ছে, যাতে এক্কেবারে পাতলা এই মোবাইল ফোন প্রিন্ট করে সেটে দেওয়া হবে টি-শার্টের৷ আপনার বুকে সেঁটে থাকা টি-শার্টের রং-বেরঙের ছবিটাই হবে মোবাইল ফোন৷ যেখান থেকে বেজে উঠবে রিংটোন৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় সার্ফেস প্লাসমোন এপ্লিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন টেকনোলজির মাধ্যমে এই ধরনের পাতলা মোবাইল ফোন তৈরির কাজ শুরু করে দিয়েছে৷ যা টি-শার্টে প্রিন্ট করে দেওয়া হবে৷

সার্ফেস প্লাসমোন এপ্লিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন টেকনোলজি কী?
খুব পাতলা স্মার্টফোন প্রস্তুত করতে সার্ফেস প্লাসমোন এপ্লিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন টেকনোলজি (স্পাসর) ব্যবহার করা হয়৷ অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা দুনিয়ার মধ্যে প্রথম স্পাসর থেকে কার্বন বানাতে সফল হয়েছে৷ স্পাসর এক ন্যানোস্কেল লেসর বা ন্যানোলেসর৷ এর ফ্রি ইলেকটনকে ভ্রাইব্রেশন থেকে লাইট বিম সৃষ্টি হয়৷ সেখান থেকে ট্র্যাডিশনাল লেসরকে ইলেক্ট্রো ম্যাগনেটিক তরঙ্গের মতো স্থান দখল করে না৷ এই কাজে নিযুক্ত বিজ্ঞানীরা জানতে পারে, কার্বন এবং গ্রাফাইটের ন্যানোটিউব একে অপরের মধ্যে আলোর মাধ্যমে শক্তি আদানপ্রদান করতে পারে৷ বিজ্ঞানীরা বলছেন, কার্বন ন্যানোটিউবে অপটিক্যাল ইন্টারেকস খুব দ্রুতগতিতে হয়৷ আর এই প্রযুক্তিই কমপিউটার চিফ বানাতে ব্যবহার করা হয়৷ এই স্পাসর প্রযুক্তিকে ব্যবহার করেই প্রস্তুত করা হচ্ছে নয়া স্মার্টফোন৷ যে মোবাইলের রিংটোন বাজবে আপনার বুকে সাঁটা টি-শার্টে৷