দৈনিক বার্তা : কাউন্সিলর নূর হোসেনের দেয়া ৬ কোটি টাকার চুক্তিতেই র‌্যাব ২৭ এপ্রিল প্যানেল মেয়র নজরুলকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহত নজরুললের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান।

2
File Photo

রোববার বিভিন্ন গনমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

শহীদুল ইসলাম জানান, ‌নজরুল ইসলামের গুম ও খুনের ঘটনার সাথে নূর হোসেন আর র‌্যাবের অসাধু ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। র‌্যাবের কারা এ ঘটনার সঙ্গে জড়িত? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রভাবশালী এক মন্ত্রীর মেয়ের স্বামী র‌্যাব-১১’র অসাধু এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কয়েকজন সদস্য এর সঙ্গে জড়িত। নূর হোসেনের মাধ্যমে তারা এটা করছে। ওরা সাপোর্ট দিছে, র‌্যাব ১১’র ভিতরে নিয়া মারছে। যে গাড়িগুলো নিয়া মারছে সেই গাড়িও পাওয়া গেছে। গাড়ির ভেতরে রক্ত জমা ছিল এবং অ্যাডভোকেট চন্দন শীলের (সরকারের) মোবাইল পাওয়া গেছে। নূর হোসেন র‌্যাবকে ছয় কোটি টাকা দিছে। এ ছয় কোটি টাকার জন্য আমার জামাতাকে (মেয়ের স্বামী) হত্যা করা হইছে। র‌্যাবের ওই অসাধু কর্মকর্তাকে ধরলে সব তথ্য পাওয়া যাবে।’

এ সময় ওইসব কর্মকর্তাকে অবিলম্বে গ্রেফতার করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানার তিনি।

কেন র‌্যাবের কাউকে মামলায় আসামি করা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমি মামলা করতে চেয়েছি। ফতুল্লা থানার ওসি মামলা নেয়নি। তিনি বলেছেন, র‌্যাব কর্মকর্তাদের নামে মামলা করলে মামলা বাতিল হয়ে যাবে। কেনই বা র‌্যাব নজরুল ইসলামকে হত্যা করবে এমন প্রশ্ন করলে তিনি জানান, ‘টাকার কারণে। এ দেশের আইন তো নিজস্ব গতিতে চলে না, টাকার গতিতে চলে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রধানমন্ত্রীর জনসভার স্টেজে শামীম ওসমান উঠতে পারে না। সেইখানে সন্ত্রাসী নূর হোসেন প্রধানমন্ত্রীর পিছনে দাঁড়াইয়া থাকে।’3
তিনি আরো জানান, যেখান থেকে অপহরণ করা হইছিল সেখানে আমি গিয়েছিলাম। ঐখানে কিছু শ্রমিক বালুর কাজ করছিল। তারা বলেছে র‌্যাব ধরে নিয়ে গেছে। এরপর লোকজন নিয়া আমি র‌্যাব-১১ এর পুরান কোর্ট ঘেরাও করি। তখন র‌্যাবের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা তারেক আমাদেরকে গোপন কথা আছে বলে আমার মেয়েসহ আমাদের আদমজীতে, র‌্যাবের হেড অফিসে নিয়ে যায়। এরপর আমাদেরকে প্রায় ছয়টা ঘণ্টা বসাইয়া রাখে। নানান কিছু জিজ্ঞাসা করছে। আর র‌্যাবের ওই কর্মকর্তা বলছে ‘এ হত্যা করছে শামীম ওসমান, আমরা করি নাই।’ এ সুযোগে ওদেরকে মেরে লাশ শীতলক্ষ্যায় ফেলে দেয়।