ভুয়া ডিবি পুলিশ চক্রের দলনেতা সুজনসহ গ্রেফতার ০৮  (4)

ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের এ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড গত ০৪ মে ২০১৪ খ্রি. রাত ১১.৩০টায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ চক্রের ৮ সদস্যকে আটক করেছে৷ এ সময় তাদের নিকট থেকে রাশিয়ার তৈরী ১টি শর্টগান,১টি ওয়্যারলেস সেট, ১টি হ্যান্ডকাফ ও ২০টি ককটেলসহ ০১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়৷ 

এ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড টিমের প্রধান মোহাম্মদ ছানোয়ার হোসেন এর তত্ত্বাবধানে ও বোম ডিসপোজাল ইউনিটের সহকারী পুলিশ কমিশনার মোঃ রহমত উলস্নাহ্ চৌধুরী এর নেতৃত্বে ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ চক্রের দলনেতা সুজনসহ ৮ জনকে গ্রেফতার করা হয়৷ এসময় উক্ত গ্রম্নপের আরো ৪/৫জন সশস্ত্র সদস্য অপর একটি মাইক্রোবাস নিয়ে পালিয়ে যেতে সৰম হয়৷ গ্রেফতারকৃতরা হলো-(১) সুজন মৃধা @তাজল @সুহা (৩২), (২) মোঃ জামাল উদ্দিন (৩৫), (৩) মোঃ শিপন(৩০), (৪) মোঃ ইয়াকুব (৩১), (৫) মোঃ মামুন খলিফা (২৮), (৬) মোঃ রম্নবেল (২৫), (৭) মোঃ শিমুল সরদার (২৭) এবং (৮) রফিকুলস্নাহ সাহেদ (৪৭)৷ 



জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা রাজধানীসহ সারাদেশে ডিবি পরিচয়ে মানুষ অপহরণ করে মুক্তিপণ দাবী করে থাকে৷ এছাড়া তারা বিভিন্ন সময় ডিবি পরিচয়ে বাসায় ঢুকে তলস্নাশির নামে স্বর্ণালংকার ও অর্থ-সম্পদ লুট করে৷ তারা ঢাকা মহানগরী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় এরকম অপরাধ সংঘটন করে থাকে৷ বিভিন্ন জেলায় কয়েক ডজন ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলেও তারা জানায়৷ এ ঘটনাগুলো যাচাই করে দেখা হচ্ছে৷ এ গ্রম্নপের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে৷ 

মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স , ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা৷