3দৈনিক বার্তা : ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষকরা এমন প্রযুক্তি বের করেছে  যার প্রয়োগে স্মার্টফোন, টিভির  গুণগত মান আরও বৃদ্ধি পাবে৷ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষকরা  এলসিডি এবং ওএলইডির জন্য সস্তার সেমিকন্ডাক্টর প্রসেসর তৈরি করেছে৷এলসিডি এবং ওএলইডির লক্ষ লক্ষ  পিক্সেল থেকেই স্ক্রিনের উপর  লেখা ও ছবি ফুটে ওঠে৷পিক্সেলের উজ্জ্বলতা নির্ভর করে থিনফিল্ম ট্রান্জিস্টর্সের (টিএফটি) উপর৷বর্তমানে অ্যামোফরাস সিলিকনের  টিএফটি এলসিডিতে বহুল ব্যবহৃত প্রযুক্তি৷ কিন্তু তাতে এর কণাগুলি গতি কম হওয়ায় টিভির ছবির উজ্জ্বলতা কম থাকে৷ এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নন সিলিকন অ্যামোফরাস অক্সাইড সেমিকন্ডাক্টর টিইফটি তৈরি করেছে যার কণাদের গতিশীলতা তুলনায় অনেক বেশি ফলে অনেক উজ্জ্বল ছবি দিতে সক্ষম হবে৷