1দৈনিক বার্তা : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহবায়ক এ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন,সরকার অবৈধ,অনৈতিক ও অগণতান্ত্রিকভাবে সুন্দরবন সংলগ্ন রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। তাপবিদ্যুৎ প্রকল্প নির্মাণে সরকারের কোন বৈধতা নেই, কারণ এ নিয়ে কোর্টে যে মামলাগুলো করা হয়েছে তার চুড়ান্ত সিদ্ধান্ত এখনও পাওয়া যায়নি। তাই সরকার অচিরেই এ ব্যাপারে সুষ্ঠু সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদব্যক্ত করেন।

শনিবার দুপুরে মংলা বন্দর শ্রমিক সংঘ মিলনায়তনে অনুষ্ঠিত পরিবেশ মহাসমাবেশ শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি। সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মংলা ও রামপালের শতশত লোকজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্নস্থান থেকে আগত পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এ সময় বক্তারা সুন্দরবনকে বাচিয়ে রেখে অন্যস্থানে বিকল্পপন্থায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের প্রতি আহবান জানান।