1দৈনিক বার্তা :   সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎস্পর্শে দুইজনের মৃত্যু হয়েছে।ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু

তারা হলেন- রকি আহমদ (১৭) ও বিমল প্রসাদ। রকি এবছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

শনিবার সকালের এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে পল্লী বিদ্যুৎ কার্যালয় ভাংচুর ও অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ভোররাতে ফেঞ্চুগঞ্জ বাজারে জনৈক শাহাবুদ্দিনের চারকল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক পর্যায়ে কারখানার ভেতরে থাকা টিন সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যান রকি ও বিমল।

স্থানীয়দের অভিযোগ— অগ্নিকাণ্ডের পর ওই এলাকার পল্লী বিদ্যুৎ অফিসে বারবার যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে বলা হলেও তা করা হয়নি।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান, বিদ্যুৎস্পর্শে দুইজনের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে সকাল ৯টার দিকে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে ভাংচুর চালায় বিক্ষুব্ধরা। এরপর তারা দুই ঘণ্টা পল্লী বিদ্যুৎ কার্যালয় অবরোধ করে রাখে।

তিনি জানান, পরে সিলেটের সহকারি পুলিশ সুপার (সার্কেল) গোপাল চক্রবর্তী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।