1দৈনিক বার্তা : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার অভাবে দেশে বেসরকারি বিনিয়োগ হচ্ছে না। আর বিনিয়োগ না হওয়ার কারণে অর্থ বিদেশে চলে যাচ্ছে।
সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় শনিবার দুপুরে তিনি এ কথা বলেন।
আলোচনায় ইআরএফ’র পক্ষ থেকে বিনিয়োগ বাড়ানোর, করদাতার সংখ্যা বাড়ানো ও টাকা পাচাররোধে আসন্ন বাজেটে জোর দেওয়ার জন্য অর্থমন্ত্রীকে আহ্বান জানান।
করদাতার সংখ্যা বাড়ানো প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে নিয়মিত আয়কর দাতার সংখ্যা ১১ লাখ। আগামী পাঁচ বছরে আয়করদাতার সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যক্তিগত আয়কর সীমাও পাঁচ বছরের জন্য নির্ধারণ করে দেওয়া হবে।
বর্তমানে ব্যক্তিগত আয়কর সীমার পরিমাণ ২ লাখ ২০ হাজার টাকা। এটি ৫ হাজার টাকা বাড়ানো হতে পারে।