1নাজিম হাসান/দৈনিক বার্তা : বাংলাদেশ ব্যাংক থেকে মোটা অংকের ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে ২৭ লক্ষ টাকা আতœসাত করার অভিযোগে শিল্পঋন পরামর্শদাতা প্রতিষ্টানের চেয়ারম্যানের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। ঐব্যবসায়ীর নাম আব্দুল দুলাল হোসেন,
থানায় মামলা ও এলাকা সুত্রে জানাগেছে ঢাকার শিল্পঋন পরামর্শদাতা প্রতিষ্টানের চেয়ারম্যান কনসালটেন্ট জাহেদুর রহমান ইকবাল রাজশাহী থেকে প্রকাশিত কয়েকটি দৈনিক পত্রিকায় চমক লাগা ব্যাপক বিজ্ঞাপন দেয়।এরই সুত্র ধরে রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আঃ দুলাল হোসেনের সাথে জাহেদুল রহমানের পরিচয় ঘটে। তিনি গত ২০১২ ইং সালে বাংলাদেশ ব্যাংক থেকে সুদমুক্ত চার কোটি ৮৫ লাখ টাকা ঋণ করিয়ে দিবে বলে দুলাল হোসেনের কাছ থেকে সাড়ে ২৭ লক্ষ টাকা এবং জমির দলিলপত্র হাতিয়ে নেন।এরপর ঋণ করে দিব দিছিচ বলে দুই বছর ধরে তাকে ঘুরাছেচ।সে শিল্পঋন পরামর্শদাতা প্রতিষ্টানের চেয়ারম্যান কনসালটেন্ট প্রতারক জাহেদুর রহমান ইকবালের অফিসে দির্ঘদিন ধরে ধর্ণা দিয়ে ঋন না হওয়া এবং তার জমির দলিলপত্র ও সাড়ে ২৭ লক্ষ টাকা ঘুরে না পাওয়ায় দু’বছর পর গত মঙ্গলবার দুলাল হোসেন নিজে বাদী হয়ে প্রতারক জাহেদুল রহমানে বিরুদ্ধে বাগমারা থানায় একটি প্রতারনা মামলা দায়ের করেন। এছাড়াও তার বিরুদ্ধে নাটোর থেকে প্রকাশিত দৈনিক জনদেশ পত্রিকায় সাড়ে তিন মাস বিজ্ঞপ্তি দিয়ে কোন বিল না দেবার অভিযোগ ও রয়েছে। এবিষয়ে গতকাল দুপুরে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)র’ সাথে যোগাযোগ করা হলে তিনি জানান একটি প্রতারনা মামলা দায়ের করা হয়েছে।তবে মামলা নথিভুক্ত করা হয়েছে তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে। এব্যাপারে প্রতারক জাহেদুল রহমানের সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার সাথে কথা বলা হয়নাই।