1দৈনিক বার্তা : রাজশাহীর তানোরে রাতের আঁধারে চলন্ত ভুটভুটি থেকে নামিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় শনিবার বিকেলে মেয়েটির বাবা বাদি হয়ে তিনজনকে আসামী করে অপহরণ ও ধর্ষণ চেষ্টার তানোর থানায় মামলা দায়ের করেন।

আসামীরা হলেন- উপজেলার দেবিপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে বাচ্চু (৩০) নারায়নপুর গ্রামের হুসেন আলীর ছেলে মোকলেছ (৪০)ও তানোর পৌর সভার ঠাকুর পুকুর গ্রামের পিরসাহেবের ছেলে লিটন (২৬ । মামলার এজাহার সূত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলার নলত্রী গ্রামের স্কুল এক স্কুলছাত্রী গত শুক্রবার সকালে বাবা-মার উপর অভিমান করে বাড়ি থেকে রাজশাহীর উদ্দেশে বের হয়। তবে রাত ৯টার দিকে রাজশাহী থেকে তানোর থানা মোড়ে গিয়ে তার আত্মীয় আব্দুল লতিফের খোঁজ করে। এসময় তালন্দ ইউপির দেবিপুর গ্রামের ইয়াসীনের ছেলে ভুটভুটি চালক বাচ্চু (৩০) মেয়েটির দাদা লতিফের কাছে পৌঁছে দেবার কথা বলে তাকে ভুটভুটিতে তুলে নেয়। এদিকে মেয়েটিকে বাচ্চু কৌশলে নারায়ণপুর মোড়ে নিয়ে গিয়ে ভুটভুটি থেকে নামিয়ে বাচ্চু মোবাইল ফোনে তার সহযোগী মোকলেছ ও লিটনকে ডেকে নেয়। পরে তারা এসে মেয়েটিকে ভুট্টার ক্ষেতের দিকে জোর করে নিয়ে যাবার চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। পরে এলাকাবাসী ছুটে এলে বাচ্চু ও মোকলেছ পালিয়ে যান। তবে স্থানীয়রা ভুটভুটিসহ লিটনকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। তানোর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়েটিকে উদ্ধার করে ভুটভুটিসহ লিটনকে আটক করে থানায় নিয়ে যায়। এবিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ভুটভুটি থানায় জব্দ করা হয়েছে। অন্য দুই জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে