1দৈনিক বার্তা : সাভারের আশুলিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আবু হানিফ (৩২) ও কিসমত আলী (৩৫) নামে দুই পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। রোববার ভোরে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের আক্কাস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে ওই দুজনের লাশ উদ্ধার করেন।
জানা যায়, নরসিংহপুর গ্রামের আক্কাস আলীর বাড়িতে পাঁচ-ছয়জন পরিচ্ছন্নতাকর্মী রোববার ভোর ৪টা থেকে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু করেন। তাঁরা যন্ত্রের সাহায্যে কাজ করছিলেন। ৫টার দিকে পরিচ্ছন্নতাকর্মী কিসমত ৪০-৫০ ফুট গভীর সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে অপর পরিচ্ছন্নতাকর্মী আবু হানিফও এর ভেতরে নামেন। তারও সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ট্যাংকের ভেতর থেকে ওই দুজনের লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই রুহুল আমিন জানান, স্বজনেরা লাশের ময়নাতদন্ত করতে আগ্রহী নন। তাই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।সাভারের আশুলিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আবু হানিফ (৩২) ও কিসমত আলী (৩৫) নামে দুই পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। রোববার ভোরে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের আক্কাস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে ওই দুজনের লাশ উদ্ধার করেন।
জানা যায়, নরসিংহপুর গ্রামের আক্কাস আলীর বাড়িতে পাঁচ-ছয়জন পরিচ্ছন্নতাকর্মী রোববার ভোর ৪টা থেকে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু করেন। তাঁরা যন্ত্রের সাহায্যে কাজ করছিলেন। ৫টার দিকে পরিচ্ছন্নতাকর্মী কিসমত ৪০-৫০ ফুট গভীর সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে অপর পরিচ্ছন্নতাকর্মী আবু হানিফও এর ভেতরে নামেন। তারও সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ট্যাংকের ভেতর থেকে ওই দুজনের লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই রুহুল আমিন জানান, স্বজনেরা লাশের ময়নাতদন্ত করতে আগ্রহী নন। তাই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।