1দৈনিক বার্তা :   সারা দেশে অব্যাহত খুন-গুম-অপহরণ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির দুই মামলার বিচারকার্যক্রম পরিচালনার জন্য স্থান হিসেবে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠ নির্ধারণের সিদ্ধান্তের প্রতিবাদে চার দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী খুন-গুম-অপহরণের প্রতিবাদে আগামী ১৭ মে ঢাকার ডেমরায় জনসভা করবে বিএনপি। এরপর দলের চেয়ারপারসনের দুর্নীতি মামলার বিচারকাজ পরিচালনার আদালত বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থানান্তরের প্রতিবাদে ১৮ মে সারাদেশে উপজেলা পর্যায়ে, ১৯ মে জেলা পর্যায়ে, ২০ মে মহানগর পর্যায়ে প্রতিবাদ সভা করবে বিএনপি।

রিজভী জানান, শনিবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খাযরুল কবির খোকন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক হারুনুর রশিদ প্রমুখ।