1দৈনিক বার্তা : ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে ঝাঁটা মেরে বিদায় করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ বিগত সরকারের সাফল্য ও বর্তমান সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় ও স্বাধীনতায় বিশ্বাসী। তিনি মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা দিবেন। পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে ঝাঁটা মেরে বিদায় করা হবে।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন বা হবেন না, তারা সবাই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে সমান সুযোগ-সুবিধা পাবেন। তিনি বলেন, সকল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ প্রজন্ম সংসদের সভাপতি এ এন এম ওয়ালীউর রহমান মোল্লার সভাপতিত্বে সংগঠনের নেতারা বক্তব্য দেন। এসময় মন্ত্রীর কাছে বাংলাদেশ প্রজন্ম সংসদের পক্ষ থেকে ২১ দফা দাবি পেশ করা হয়।