1দৈনিক বার্তা : মাদারীপুরে সড়কে নসিমন, করিমনসহ সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। রোববার সকাল থেকে জেলার সকল রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। নসিমন, করিমনসহ সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মাদারীপুর জেলা আঞ্চলিক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছে।
মাদারীপুর জেলা আঞ্চলিক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতারা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘদিন ধরে নসিমন-করিমন চলাচল করায় বাস মালিক ও শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত  হচ্ছেন। প্রশাসনের সঙ্গে আলোচনা করলে তারা এসব যান একাধিকবার বন্ধের আশ্বাস দিলেও তা কার্যকর না হওয়ায় এ ধর্মঘট ডাকা হয়েছে।
মাদারীপুর জেলা আঞ্চলিক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সৈয়দ আবুল বাসার বলেন, স্থানীয় প্রশাসন তাদের দাবি না মানলে আগামীতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটসহ আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।