1দৈনিক বার্তা : সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। শনিবার মধ্যরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি:প্রচার অনুবিভাগ তাদের নাম গণমাধ্যমে প্রকাশ করে। এর আগে সকালে দুবাইয়ের প্রশাসনিক অঞ্চলে কর্ণেল আলী গনিম রোডে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনস্যুল জেনারেল মাসুদ আল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বাংলাদেশিরা হলেন-চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নবী আল হকের ছেলে বদরুল হাসান ( ৩৫), চাঁদপুরের মতবল উপজেলার বাদশা মিয়ার ছেলে মো. আলমগীর (৩২), সিলেট জেলার কলিম উল্লাহর ছেলে নজরুল ইসলাম ( ২৮), চাঁদপুর সদরের ইলু ডালির ছেলে মাসুদ ডালি (২৪)।
শনিবার সকালে দুবাইয়ের এমিরেটস রোডে বাস-ট্রাকের সংঘর্ষে চার বাংলাদেশিসহ ১৫ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন। আহতদের মধ্যে ৯ জনই বাংলাদেশি। এদের একজনের ‍অবস্থা গুরুতর। হতাহতরা সবাই ভারতীয় মালিকানাধীন ব্রাভো টেকনিক্যাল কন্সট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন।
দুবাই পুলিশ স্টেশনের ডিরেক্টর কর্নেল আলী ঘানিম জানান, ২৯ জন এশিয়ান কর্মীকে বহনকারী বাসটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন এবং বাকী দু’জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনার পরপরই দুবাই পুলিশ প্রধান মেজর জেনারেল খামিস মাত্তার আল ম্যাজিনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।