1৩ ইস্যুতে জরুরি বৈঠক করেছে বিএনপি স্থায়ী কমিটি। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, সাংগঠনিক পুনর্গঠন, পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ধারণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। সূত্র জানায়, বৈঠকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ১৮ই মে জেলা উপজেলা এবং ১৯শে মে বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করা হবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা স্থানান্তরের বিষয়ে আদালতে খালেদা জিয়ার পক্ষে রিট আবেদন দায়ের করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। বৈঠক সূত্র জানায়, ১৪ই মে খালেদা জিয়া নারায়ণগঞ্জ সফরে যাবেন। যদি কোন কারণে সেখানে যেতে না পারেন তাহলে ১৭ই মে ডেমরায় সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তরিককুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।