1মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা — জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পরীক্ষণে ভুল করায় ২১ জন কলেজ পরীক্ষককে ৫ বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল যাচাই করে উত্তরপত্র পরীক্ষণে ভুল করায় বিভিন্ন বিষয়ের মোট ২১ জন কলেজ পরীক্ষককে ৫ (পাঁচ) বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র পরীক্ষণ ও ফলাফল প্রকাশে অধিকতর স্বচ্ছতা বিধানের লক্ষ্যে কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করেছে ।