1দৈনিক বার্তা :গণপ্রজাতন্ত্রি কঙ্গোর রাজধানী কিনশাসায় একটি ফুটবল  স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। রোববার একটি ফুটবল ম্যাচ  শেষ হওয়ার পর পদদলনের এ ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

প্রকাশিত খবরে জানা গেছে, কিনশাসার ফুটবল দল এএসভি ক্লাব  দেশটির লুবুমবাসি অঞ্চলের দল টট পুসা মাজেম্বি দলের কাছে ০-১  গোলে  হেরে  গেলে স্থানীয় দর্শকরা উত্তেজিত হয়ে ওঠে।

ক্ষুব্ধ দর্শকরা চার পুলিশ সদস্যকে লাঞ্ছিত করলে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এতে দর্শকদের মধ্যে আতঙ্ক  তৈরি হয়। আতঙ্কিত দর্শকরা হুঁড়োহুড়ি করে বের হতে গেলে অনেক মানুষ হতাহত হয়।

কিনশাসার দায়িত্বপ্রাপ্তমন্ত্রী ইমানুয়েল আকওয়েতি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, চারজন পুলিশ সদস্যকে সমর্থকরা লাঞ্ছিত করে। পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করলে, পদদলনের ঘটনা শুরু হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।কঙ্গোয় জনসমাগম হওয়ার মতো অনুষ্ঠানগুলোয় প্রায়ই পদদলনের ঘটনা ঘটে।গত মাসে জনপ্রিয় কঙ্গোলিজ গায়ক কিং ক্রেস্টার এমিনিয়ার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছিলেন।