1পলি কর্মকার/দৈনিক বার্তা — পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিস সহকারী আবুল বাসার সরকারি জরুরী কাগজপত্রসহ ১১ মাস ধরে কর্মস্থালে অনুপস্থিত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে অফিসে বিভিন্ন ধরনের কাজের ফাইল স্তুপ হয়ে আছে। এতে করে সাধারন মানুষ বিরম্বনার শিকার হচ্ছে।
বিভিন্ন সুত্রে জানান গেছে প্রকল্পের কাজ দেয়ার নাম করে ঠিকাদারদের কাছ থেকে ১২ লাখ টাকা নিয়ে অফিস থেকে ২দিনের ছুটি নেয়। সেই থেকে আর কোন দিন তিনি অফিসে আসেনী।
পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, অফিস সহকারী আবুল বাসার ১৩ সালের ১৪ এপ্রিল অফিস থেকে ২দিনের ছুটি নিয়ে মাদারীপুর গ্রামের বাড়িতে যায় পরে অনেক দিন কর্মস্থালে অনুপস্থিত থাকায় তার দ্বিতীয় স্ত্রী পাথরঘাটা কোর্টে মামলা করলে সেই থেকে এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নী। আবুল বাসারকে তার বাড়ির ঠিকানায় তিনটি শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এখন তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলছে। #