6মাহ্বুব হোসেন পিয়াল/দৈনিক বার্তা –নার্সিং এর জনক ফ্লোরেন্স নাইটিংগেলের জন্ম বার্ষিকী আন্তর্জাতিক নার্সেস দিবস ফরিদপুরে আজ সোমবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, নার্সদের শপথ গ্রহন, জন্ম দিনের কেক কাটা, র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর নার্সিং ইনষ্টিটিউটের উদ্যোগে ইনষ্টিটিউটের ১নং হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর নার্সিং ইনষ্টিটিউটের নার্সিং ইনষ্ট্রাক্টর ইনচার্জ য়ইনু মারমা। বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক ডাঃ মোঃ শফিক উল্লাহ্, নাসিং ইনষ্টিটিউটের অতিথি শিক্ষক শরীফ মোঃ আমীর উদ্দিন, নার্সিং ইনষ্ট্রাক্টর সন্ধ্যা মন্ডল ও ফ্লোরা আরিন্দা। অনুষ্ঠানে বিভিন্ন বর্ষের ছাত্রীদের ফ্লোরেন্স নাইটিংগেলের শপথ বাক্য পাঠ করান ফরিদপুর নার্সিং ইনষ্টিটিউটের নার্সিং ইনষ্ট্রাক্টর ইনচার্জ য়ইনু মারমা। শপথ গ্রহন শেষে বিশাল আকৃতির কেক কেটে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্ম বার্ষিকীর উৎসব পালন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 8এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।