1দৈনিক বার্তা — মাদ্রিদ মাস্টার্স ওপেনে শিরোপা জিতলেন নাম্বার ওয়ান টেনিস তারকা স্প্যানিশ রাফায়েল নাদাল। প্রতিপক্ষ জাপানের কেই নিশিকোরি চোটের কারণে খেলার মাঝপথে নিজেকে প্রত্যাহার করে নেন। তখন নাদাল ২-৬, ৬-৪, ৩-০ গেমে এগিয়ে ছিলেন।

জয়ের পর নাদাল বলেন, ‘নিশিকোরির জন্য খুব খারাপ লাগছে।  অস্ট্রেলিয়ায় একই রকম অবস্থায় আমাকে পড়তে হয়েছিল। এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কবলে পড়লে কি রকম হতাশাজনক পরিস্থিতি হয় তা আমার জানা ৷’

দ্বিতীয় সেটের সময় পিঠে ব্যথা করেন নিশিকোরি। সেমিফাইনালে ডেভিড ফেরেরের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনও নিশিকোরিকে কোর্টের ভিতরেই চিকিৎসা নিতে হয়েছিল। এবার তার চিকিৎসক নিশিকোরিকে সারিয়ে তুলতে পারেননি। প্রথম সেটে নিশিকোরির আক্রমণাত্মক টেনিসের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি নাদাল। দ্বিতীয় সেটে ম্যাচে ফিরে আসার মরণপণ লড়াই শুরু করেন নাদাল। তখনই চোট পেয়ে বসেন নিশিকোরি।

জাপানি নিশিকোরি বলেন, ‘ফাইনালে যা ঘটল তার জন্য আমি খুব হতাশ। আমি চেষ্টা করেছি। কিন্তু নাদাল তখন দারুণ ছন্দে ছিল। ওকে অভিনন্দন ৷’