1দৈনিক বার্তা – কোন ঘটনায় রাজনৈতিক সম্পৃক্ততা থাকলে রাষ্ট্র কমিশনের সুপারিশ গ্রহণ করে না বলে অভিযোগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। সোমবার রাজধানীর বাংলামোটরের সেভেন হিল রেস্তোরাঁয় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। মানবাধিকার লঙ্ঘিত হলে কমিশন শুধু সুপারিশ করতে পারে। কিন্তু তাদের নির্বাহী ক্ষমতা নেই বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে ড. মিজান বলেন, এ খুনের দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই নিতে হবে। কারণ স্থানীয় প্রশাসনে পুলিশ ৠাবের ব্যর্থতার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তিনি বলেন, ৭ দিনেও অপরাধীদের না ধরতে পারায় তারা পৃথিবীর যেকোনো প্রান্তে চলে যেতে পারেন। কয়েক ঘণ্টার মধ্যে খুনের সব আলামত নষ্ট করা যেতে পারে। যারা এ আলামত নষ্ট করার সময় এবং সুযোগ করে দিয়েছে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।