1দৈনিক বার্তা– লিবিয়ার উপকূলীয় শহর গারাবুলির অদূরে অবৈধ অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা ৩৬ এ গিয়ে দাঁড়িয়েছে। এখনো ৫৪ জন যাত্রী নিখোঁজ আছেন। গতকাল ২৪ জনের লাশ উদ্ধার করে দেশটির নৌবাহিনী। গত মঙ্গলবার প্রায় ১৩০ জন আফ্রিকান অবৈধ অভিবাসী নিয়ে একটি নৌকা উপকূল থেকে সমুদ্রের ৪ কিলোমিটার ভেতরে উল্টে ডুবে যায়।

লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাসেম গকতাল বিবিসিকে জানান, তারা এখন পর্যন্ত ৫২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছেন। উদ্ধারকৃত যাত্রীদের মতে নৌকাটিতে ১৩০ জন যাত্রী ছিল।

কাসেম জানান, নৌকাটির তলা ভেঙ্গে গেলে এটি উল্টে যায়। এখনো ৫৪ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অনুসন্ধান চলছে।নৌকাটির যাত্রীরা সাব-সাহারান আফ্রিকার মালি, ক্যামেরুন, ঘানা, গাম্বিয়া ও বুরকিনো ফাসোর বলে মুখপাত্র জানান।

উল্লেখ্য, ইউরোপে অভিবাসী প্রত্যাশী অনেক আফ্রিকান নাগরিক লিবিয়াকে তাদের পছন্দের ক্রসিং পয়েন্ট হিসেবে বেছে নেয়। তাই দেখটিতে প্রায়ই অবৈধ অভিবাসী মৃত্যুর ঘটনা ঘটে। গত শনিবার লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দেশটিতে আসা অবৈধ অভিবাসীদের প্রবাহ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নকে আরো বেশি কিছু করার অনুরোধ জানিয়েছেন।