1দৈনিক বার্তা – এবার কথা বলবে ওয়াশিং মেশিন! গল্প করবে আপনার ফ্রিজ! রান্না হতে কতক্ষণ বাকি তা চিৎকার করে জানাবে কুকার!
তাজ্জব করার মতো হলেও, আধুনিক প্রযুক্তি হাত ধরে এমনটাই হতে চলেছে৷ গৃহস্থালি সরঞ্জাম নির্মাতা সংস্থা এল জি এমনই তাজ্জব করা ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুকার এবার বাজারে আনতে চলেছে৷ যে সমস্ত গৃহস্থালি একটি বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কথা বলবে আপনার সঙ্গে৷ চ্যাটের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দেবে৷
টেকস্ট  চ্যাট সার্ভিসের মাধ্যমে একটি বিশেষ অ্যাপ ঘরের বাইরে থেকেও  ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুকারে সঙ্গে কথা বলতে পারা যাবে৷ শপিং মলে কেনাকাটার সময়  ওই অ্যাপেপ মাধ্যমে কথা বলে জেনে নেওয়া যাবে ফ্রিজে কী কী সরঞ্জাম মজুত আছে৷ পরিমাণ কত, তা ঘরের গৃহস্থালি জানিয়ে দেবে৷ শুধু তাই নয়, এই অ্যাপের মাধ্যমে এল জি কোম্পানির অন্যান্য উপকরণকেও নিয়ন্ত্রণ করা যাবে৷
নির্মাতা সংস্থা এল জি কর্তৃপক্ষ জানাচ্ছে, এই সুবিধা এখন শুধু পাওয়া যাবে দক্ষিণ কোরিয়াতে৷ এরপর তাদের লক্ষ্য মার্কিন মুলুকের এল জি উপভোক্তাদের হাতে এই অ্যাপ তুলে দিতে৷ ধীরে ধীরে তা বিশ্বজুড়েই ছড়িয়ে দিতে চায় এল জি  কোম্পানি৷2