1মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা — গাজীপুরে সোমবার রাতে এক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্লাস্টিকের বোতল তৈরীর কাঁচামাল সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম জানায়, গাজীপুর মহানগরের বাড়িয়ালী এলাকাস্থিত পাপ্পু বোতল কারখানায় পুরাতন বোতল থেকে প্লাস্টিকের বোতল তৈরীর কাঁচামাল প্রস্তুত করা হতো। সোমবার রাত সাড়ে ৯টার দিকে একারখানায় আগুনের সূত্রাপাত হয়। কারখানার বিভিন্নস্থানে স্তুপ করে রাখা পুরাতন প্লাস্টিকের বোতলের টুকরো ও গুড়োতে আগুন লেগে মুহুর্তেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারন করে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ঈেšণে দু’ঘন্টা চেষ্টার পর রাত সোয়া ১১টার দিকে আগুন নেভায়। আগুনে প্লাস্টিকের বোতল তৈরীর কাঁচামাল সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ঘটনার সময় তালাবদ্ধ ওই কারখানায় বিদ্যুৎ ছিল না এবং উৎপাদন বন্ধ ছিল। অগ্নিকান্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক ভাবে জানা যায় নি। তবে ধারণা করা হচ্ছে কারো ফেলে দেয়া জ্বলন্ত সিগারেটের আগুন থেকে এঘটনা ঘটেছে।