2দৈনিক বার্তা — স্যামসংয়ের  নতুন ফোন গ্যালাক্সি এস৫ লঞ্চ করার সঙ্গে সঙ্গেই বাজিমাত করেছে৷ মোবাইল ওয়েবসাইট জিএসএম এরেনার রিপোর্ট যদি মানা যায় তবে লঞ্চের ২৫ দিনের মধ্যে গ্যালাক্সি এস৫য়ের প্রায় এককোটি হ্যান্ডসেট বিক্রি হয়েছে৷

স্যামসংয়ের নতুন এই ফোন এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুত বিক্রি হয়েছে৷ এস৫ কিন্তু এস৪য়ের রেকর্ড মাত্র ২ দিনে ভেঙে দিয়েছিল৷ ফেব্রুয়ারী মাসে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথম এই ফোনের প্রদর্শন হয়৷ গত ৯ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হয়৷ ভারতের বাজারে এই ফোনটির দাম ৫১,৫০০ টাকা৷

গ্যালাক্সি এস৫য়ের ফিচার:

৫.১ ইঞ্চি ১৯২০x১০৮০ পিক্সেল রেজিলিউশন ডিসপ্লে
অ্যান্ডরয়েড কিটক্যাট
২.৫ গিগাগাৎর্জ কোয়াড কোর প্রসেসর
১৬ মেগাপিক্সেল ক্যামেরা, হাই ডেফিনেশন রেকর্জডিং, সিলেক্সিভ ফোকাস
আল্ট্রা এইচডি ভিডিও, ৩০ ফ্রেম প্রতি সেকেন্ডের হিসাবে ছবি তোলা যায়
২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
আইফোন ৫এসয়ের মতো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট
ইউএসবি ৩.০, ব্লুটুথ ৪.০, এনএফসি, ওয়াই-ফাই
১৬ জিবি ও ৩২ জিবি, দুটি ইন্টারনাল স্টেরেজ বিকল্প, ৬৪ জিবি এক্সারটারনাল মেমোরি