1দৈনিক বার্তা – সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রিয়াদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার শিফা সানাইয়া এলাকার তিতাস ফার্নিচার ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সকলের লাশ পুড়ে ছাই হয়ে গেছে।
নিহত ৯ বাংলাদেশি হলেন- জালাল (৫০), আবদুল গাফফার (৩০), সেলিম (৩৫), বাহাউদ্দিন (৩০), নাজির (৫০), শাহআলম (৩৫)। এদের বাড়ি কুমিল্লায়। জাকির (৩২) (ফেনী) আক্তার (৩৩) (মাদারিপুর)। নিহত অন্য দুইজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। তারা হলেন- ইশরাক (৩০), ওয়াসিম (৩৩)।
কারখানাটিতে ১৫ জন কর্মচারী কাজ করতেন। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি ও দুইজন ভারতীয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ওই কারখানার আহত কর্মচারীরা জানান, রাতে কাজ শেষে তারা কারখানার বিশ্রাম কক্ষে অবস্থান করছিলেন। এ সময় আগুনের খবর পেয়ে তাড়াহুড়া করে বের হওয়ার সময় ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েন। এ সময় ভেতরে আটকা পড়ে ১১ জন সহকর্মীর মৃত্যু হয়।