2দৈনিক বার্তা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষা হলে হামলার সঙ্গে জড়িত চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। বহিষ্কৃতরা হলেন, ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. মেহেদি হাসান ও রানা চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশও পরিবেশ সম্পাদক মো. মুসতাকিম বিল্লাহ।
মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কৃতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতেও অনুরোধ জানিয়েছে ছাত্রলীগ।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর পর্বের পরীক্ষা চলার সময় মেহেদি হাসানের নেতৃত্বে হামলা চালায়। হামলাকারীরা চার শিক্ষকসহ কয়েকজন শিক্ষার্থীকে লাঞ্ছিত করে। এ ঘটনায় পরীক্ষা পণ্ড হয়ে যায়।
মেহেদি ওই বিভাগের শিক্ষার্থী। তিনি পরীক্ষা পেছানোর অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তা পেছানো না হওয়ায় এই হামলা হয় বলে শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন।