1দৈনিক বার্তা :  দশম জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আইনমন্ত্রী আনিসুল হকের মনোনয়ন ও নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক নির্বাচনী বেঞ্চ এই আদেশ দেয়।
জাতীয় পার্টির (জেপি) মনোনয়নপ্রাপ্ত প্রার্থী খন্দকার হেবজুর রহমান দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে প্রার্থী হতে না পারায় ওই আসনে আনিসুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে খন্দকার হেবজুর রহমান ১১ ফেব্রুয়ারি হাইকোর্টে আইনমন্ত্রীর সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনটি দায়ের করেন। লাভজনক পদে থাকার পরও নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করায় কেন আইনমন্ত্রীর মনোনয়ন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে ৪ মার্চ রুল জারি করেছিল হাইকোর্ট।