1দৈনিক বার্তা : জয় নিশ্চিত ধরে নিয়েই পরবর্তী কর্মযুদ্ধের পরিকল্পনা ছকে ফেললেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী৷ফল ঘোষণার দিন ও তাঁর পরের দিনটা নিজের দুই নির্বাচনী কেন্দ্রের মধ্যে ভাগ করে নিয়েছেন তিনি৷ শুক্রবার ষোড়শ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা৷ আমআদমি থেকে রাজনৈতিক মহল সবার চোখ এখন নয়া সরকারের দিকেই৷ এরইমধ্যে গণনার দিন নিজের কর্মসূচী চূড়ান্ত করে ফেললেন বিজেপির সম্ভাব্য প্রধানমন্ত্রী৷ গণনা প্রক্রিয়া চলাকালীনই নিজের মায়ের সঙ্গে দেখা করতে যাবেন মোদী৷ মায়ের আশীর্বাদ নিয়ে ভদোদরার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি৷ গান্ধীনগর থেকে ১৩৪ কিলোমিটার দূরে ভদোদরাতে শুক্রবার বিকেল পাঁচটার সময়ে জনসভা করার কথা রয়েছে গুজরাতের মুখ্যমন্ত্রীর৷ এরপর রওনা দেবেন আহমেদাবাদের উদ্দেশ্যে৷ সেখানেও জনসভা করবেন তিনি৷

পরের দিন শনিবার গুজরাত থেকে দিল্লি উড়ে আসবেন তিনি৷সেখানে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর৷মোদীর জন্য ওই দিন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের সদরদফতর পর্যন্ত বিজয় মিছিলের আয়োজন করা হতে পারে বলে দলীয় সূত্রে খবর৷এরপর নিজের অন্য নির্বাচনী কেন্দ্র বারাণসীর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি৷সূত্রের খবর, শনিবার সন্ধেতে বারাণসীতে গঙ্গা আরতি করতে পারেন তিনি৷ বারাণসী থেকে মোদী গুজরাত যাবেন নাকি দিল্লি সেবিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি৷মোদী যদি তাঁর দুটি কেন্দ্রেই জয়ী হন সেক্ষেত্রে সংসদে বারাণসী কেন্দ্রের প্রতিনিধিত্ব করবেন বলে জানা গিয়েছে৷