2দৈনিক বার্তা :  আধুনিক প্রযুক্তির যন্ত্র দিয়ে ধান কাটলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া গ্রামে বৃহস্পতিবার সকালে ধানক্ষেতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে হাসিমুখে কৃষকের সাথে মিশে যান মার্কিন রাষ্ট্রদূত।
গ্রো গ্রিন হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড্যান মোজিনা বলেন, কৃষি বিপ্লবের মাধ্যমে এ দেশ সমৃদ্ধিশালী হয়েছে। বাংলাদেশ পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশ হলেও সকল মানুষের খাদ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, এ দেশ তলাবিহীন ঝুড়ি নয়, বরং কৃষকদের পরিশ্রমে তা পরিপূর্ণ হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক লুৎফর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান প্রমুখ।